logo

ক্যাটাগরি অনুযায়ী ফিল্টার করে FAQ প্রশ্নগুলো দেখতে পারবে।

বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী FAQ প্রশ্নগুলো সহজেই ফিল্টার করে দেখা যাবে। প্রয়োজনীয় তথ্য দ্রুত খুঁজে পেতে এটি সহায়ক হবে।

আমাদের অ্যাপ কিভাবে তোমাকে A+ পেতে সাহায্য করবে?

বর্তমান সময়ে A+ পাওয়া আগের মত সহজ নয়। করোনা চলাকালীন অথবা তার পরবর্তী সময়ে যেরকম শর্ট সিলেবাসের উপরে পরীক্ষা হয়েছিল, এ বছর থেকে ঐরকম শর্ট সিলেবাসে পরীক্ষা দেওয়া সুযোগ আর থাকছে না। এর মানে, তোমাদেরকে সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। সম্পূর্ণ সিলেবাস পড়াশোনা করে পরীক্ষায় A+ নিশ্চিত করা অনেক কঠিন বিষয়। কিন্তু এই কঠিন জিনিসটাকে আমরা তোমার সামনে সহজ করে নিয়ে এসেছি আমাদের স্মার্ট স্ট্রাটেজির মাধ্যমে। আমরা তোমাকে দিচ্ছি Smart Analysis এবং Smart Suggestion। আমাদের স্মার্ট এনালাইসিস এবং AI সাজেশন দেখতে আমাদের মোবাইল অ্যাপটি ডাউনলোড কর নিচের দেয়া লিংক থেকে এবং নিশ্চিত করো তোমার কাঙ্খিত A+।

ভাই আমাকে কি বলদ পাইছেন? আপনি আমাকে AI সাজেশন দিয়ে A+ নিশ্চিত করাই দিবেন! 😂

একটা সময় ছিল যখন স্কুল কলেজের সিনিয়র শিক্ষকরা শিক্ষার্থীদেরকে পরীক্ষার আগে সাজেশন দিত, এবং দেখা যেত ওই সাজেশন থেকে অনেক প্রশ্ন পরীক্ষায় common পরে গিয়েছে।

এই বিষয়টি একটু Logically চিন্তা করে দেখো: সিনিয়র শিক্ষকদের সাজেশন দেওয়া প্রশ্ন থেকে কমন পড়ে যাওয়া, একটাকে বলে Human Intelligence, শিক্ষকরা তাদের অনেক বছরের অভিজ্ঞতা থেকে নিজের Human Intelligence কাজে লাগিয়ে পরীক্ষায় আসার মত প্রশ্নগুলোকে স্টুডেন্টদের সাজেস্ট করত।

কিন্তু বর্তমান যুগ হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর যুগ। মেশিন লার্নিং এবং AI একসাথে বিলিয়ন বিলিয়ন ডাটা নিয়ে কাজ করে। যা একজন সাধারন মানুষ তো নয়ই বরং Intelligent মানুষের পক্ষেও এত বেশি ডাটাকে একসাথে ব্রেনে ধারণ করা সম্ভব না। একজন শিক্ষকের সারা জীবনের অভিজ্ঞতায় তিনি যত ডাটা নিয়েছে কাজ করেছেন , সেই সব ডাটা Artificial Intelligence কয়েক মিনিটের মধ্যে এনালাইসিস করে ফেলতে পারছে।

AI এখন বিগত ১০ / ১৫ কিংবা ২০ বছরের পরীক্ষায় আসা সব প্রশ্নের ডাটা একসাথে এনালাইসিস করে এই বছরে কি প্রশ্ন আসতে পারে তার সর্বাধিক পরিমাণ সঠিক সাজেশন দিতে সক্ষম। তাহলে এবার চিন্তা করে দেখো, AI এর এই যুগে তুমি যদি স্মার্ট এনালাইসিস follow না করে নিজেকে চালাক ভাবতে থাকো , আর অন্যদিকে তোমার ক্লাসের বন্ধু ঠিকি নিজেকে যুগের সাথে আপডেট রেখে Smart Suggestion follow করে পরীক্ষায় তোমার থেকে একধাপ এগিয়ে গেল এবং A+ পাওয়া কে সহজ করে ফেলল।
এবার বল, আসল বলদ কে ? 🐃

আমার ক্যাটাগরির সাজেশন কি এই App এ আছে?

আমাদের ইউজার ক্যাটাগরির লিস্ট ভিজিট করে তোমার নিজের ক্যাটাগরিটি মিলিয়ে নাও এবং দেখে নাও তোমার ক্যাটাগরির স্মার্ট এনালাইসিস এবং AI সাজেশন .

(বাটন /design to take user into user category list) → (user category তে নিয়ে যাওয়ার পর user নিজের ক্যাটাগরি খুঁজে পাৰে, তারপর user কে app download লিংক দিয়ে app এ যাওয়ার জন্য বলব )

স্মার্ট সাজেশন কি ফ্রি তে দেখতে পারব?

হ্যাঁ, তুমি আমাদের অ্যাপ ডাউনলোড করে ফ্রিতে ডেমো সাজেশন দেখতে পারবে।

স্মার্ট সাজেশনের উপর কতটুকু নির্ভর করা যায়?

আমাদের AI সিস্টেম বিগত ১০ থেকে ২০ বছরের ডেটা এনালাইসিস করে সাজেশন প্রদান করে।

স্মার্ট সাজেশনের উপর কতটুকু নির্ভর করা যায়?

এখনই App ডাউনলোড করুন!

Chat button